প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২০, ৪:২৯ অপরাহ্ণ
করোনার মধ্যেও ক্ষমা পাচ্ছে না মুন্সিগঞ্জ আই বুড়ি দুয়ানে নদী
জি,এম,নজরুল ইসলাম (শ্যামনগর) মুন্সীগঞ্জ প্রতিনিধি: করোনা আতংকিত বিশ্ব। কিন্তু ক্ষমা নেই মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী আইবুড়ি দুয়ানে নদীটির। শতাধিক নেট-পাটা থাকা সত্তে ও নতুন করে লগি পুঁতে দখল বাজির কর্মকাণ্ড চলমান। নদীর দু'কূলে দুই গ্রাম হরিনগর ও মথুরাপুর।নেট পাটা দুইপারের রাস্তার সন্নিকটে থাকা রাখায় ভাটার সময় স্রোতের বাধাগ্রস্ত পানি ফাঁকা পথে সজোরে ধাবিত হয়ে দুই পাড়ের রাস্তা ভাঙছে।
নদীটি ছিল খরস্রোতা, ভরা যৌবনা, দূর এলাকার মানুষ নৌকা নিয়ে এই নদী দিয়ে প্রাচীনতম হরিনগর বাজারে আসতো। ছোটবেলায় নৌকাবাইচ সহ চিত্ত বিনোদনের কত স্মৃতি জড়িয়ে আছে এই নদীটির সাথে। আজ নদীটি মৃত প্রায়। চলে না কোন নৌকা। নদীর এই করুণ দুর্দশায় প্রশ্ন আসে সমাজ কি সৃজনশীল অনুভূতি সম্পন্ন প্রতিবাদী মানুষের অভাব বোধ করছে ?
আইবুড়ো দুয়ানে নদী থেকে নেট পাটা অপসারণ করে উন্মুক্ত করার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করেন এলাকার সচেতন মহল।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.