
নিজস্ব প্রতিবেদক: করোনার টিকা রেজিষ্ট্রেশন করতে না পেরে চরম দূর্ভোগে পড়েছে সাতক্ষীরার মানুষ। বুধবার (৪ আগষ্ট) বেলা ১১টা থেকে সুরক্ষা অ্যাপ বা ওয়েবে ঢুকে করোনার ভ্যাকসিন প্রত্যাশীরা রেজিষ্ট্রেশন করতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে নানান ভোগান্তিতে পড়েছে।
জানা যায়, করোনার ভ্যাকসিন রেজিষ্ট্রেশন, টিকা কার্ড সংগ্রহ ও টিকা সনদ সংগ্রহ করতে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তর মোবাইলে সুরক্ষা অ্যাপ (surokkha app) ও ওয়েব পোর্টালে সুরক্ষা ওয়েবসাইট (https://surokkha.gov.bd) চালু করে। বুধবার (৪ আগষ্ট) বেলা ১১টা থেকে কেউ ভ্যাকসিন রেজিষ্ট্রেশন, টিকা কার্ড সংগ্রহ ও টিকা সনদ সংগ্রহ করতে পারছে না। এতে করে সারাদিন চেষ্টা করেও ভ্যাকসিন রেজিষ্ট্রেশন, টিকা কার্ড সংগ্রহ ও টিকা সনদ সংগ্রহ করতে না পেরে হতাশা প্রকাশ করেছে সাতক্ষীরার মানুষ।
তবে কি কারনে করোনার নিবন্ধন করা যাচ্ছে না এটা কোন দায়িত্বশীল সূত্র সাতনদীকে জানাতে পারেনি।