করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ২ ঘণ্টার ব্যবধানে এক নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।
মৃতরা হলেন- কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত জিয়া উদ্দীনের ছেলে নেছার আহমেদ (৬৫), একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের আহাদুল্লাহর ছেলে জামাত আলী (৭০) ও মৌতলা দুদলী গ্রামের মমতাজ উদ্দীনের স্ত্রী ফিরোজা খাতুন(৭৮)।
এনিয়ে সাতক্ষীরায় করেনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৮৭ জন। আর করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ২৯ জন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের নেছার আহমেদ গত ২৩ আগস্ট দুপুরে হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় নিবিড় পরিচর্যা ইউনিটে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৭ টায় তিনি মারা যান।
তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট সকালে হাসপাতালে ভর্তি হন একই উপজেলার শ্রীকলা গোবিন্দপুর গ্রামের জামাত আলী। তিনিও সকাল সাড়ে ৭টার দিকে নিবিড় পরিচর্যা ইউনিটে মারা যান। এছাড়া করোনার উপসর্গ নিয়ে গত ২০ আগস্ট দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হনদুদলী গ্রামের ফিরোজা খাতুন। তিনিও রোববার সকাল ৯ টার দিকে মারা গেছেন। মৃত তিনজনেরই নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হলেও এখনও পরীক্ষার রিপোর্ট পাওয়া যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, স্বাস্থ্যবিধি মেনে তাদের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বাড়ি লকডাউনের জন্য স্থানীয় প্রশাসনকে বলা হয়েছে।