করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে সংশ্লিষ্ট সূত্র দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, আজ ভোরে ঢাকা মহানগর পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল। তার বয়স ৪৪ বছর। তার বাড়ি জামালপুর জেলায়। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ মরহুমের গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।