অনলাইন ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে চীনকে জড়িয়ে আবারও অভিযোগের পুনরাবৃত্তি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি বলেন, চীন তার সামীনার মধ্যেই করোনাভাইরাসের বিস্তার রোধ করতে পারতো।
গত বছর চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস প্রসঙ্গে ট্রাম্প বলেন, “এ ধরনের ঘটনা কখনোই সংঘঠিত হওয়ার কথা ছিল না।”
তিনি আরও বলেন, ‘যেখান থেকে এর উৎপত্তি ঘটেছে সেখানেই এটাকে ধ্বংস করা যেতে। চীন থেকেই এ ভাইরাসের বিস্তার থামিয়ে দেয়া যেতো।’
আমেরিকায় চলতি বছর নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প নিজেকে পুনঃনির্বাচিত করার প্রত্যাশায় এমন সময় চীন বিরোধী ভাগাড়ম্বর বাড়িয়ে দিয়েছেন যখন সাম্প্রতিক সময়ে তার দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবাইকে ছাড়িয়ে যাওয়ার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে ট্রাম্প এ বিষয়ে তেমন একটা গুরুত্ব না দেয়ার কারণে পরিস্থিতি ভয়ানক আকার ধারণ করেছে বলে তার দেশের স্বাস্থ্য বিভাগের বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, আমেরিকায় করোনাভাইরাসের মহামারী পার্ল হার্বার বা ৯/১১’র চেয়ে মারাত্মক ‘হামলা’। তিনি সাংবাদিকদের বলেন, করোনাভাইরাসের মতো এমন ভয়ানক হামলা আর কখনোই আমেরিকায় সংঘটিত হয় নি। এ হামলা পার্ল হার্বারের চেয়ে খারাপ। এটা বিশ্ব বাণিজ্য কেন্দ্রের চেয়ে খারাপ।
গত মঙ্গলবার সকাল পর্যন্ত আমেরিকায় করোনাভাইরাসে ৭৩ হাজার মার্কিন নাগরিক মারা গেছে। চলতি মাসের মে’র শেষ পর্যন্ত প্রায় এক লাখ মানুষ মারা যেতে পারেন বলে আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ বিষয়ক বিভাগের সাবেক পরিচালক টম ফ্রাইডেন আশঙ্কা প্রকাশ করেছেন। সূত্র:বিডিপ্রতিদিন