
করোনাভাইরাস বিশ্বব্যাপী(Pandemic) ছড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে।
ইরান, জাপান, ইটালি, দক্ষিণ কোরিয়ায়, আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
ইসরাইল, লেবানন, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ইরাক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ অসংখ্য দেশে প্রতিদিন নতুন নতুন রুগি সনাক্ত হচ্ছে।
চীন, সিঙ্গাপুর, হংকং এর মতো দেশ কঠোর ব্যবস্থাপনার মাধ্যমে রোগের বিস্তার লাভের হারের লাগাম টানার চেষ্টা করছো। বিভিন্ন দেশের পুলিশ, এবং স্বাস্থ্যকর্মীদের যৌথ মহড়া দিতে দেখা যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের সিনিটে সেদেশের রোগ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান(CDC) জানিয়েছন করোনাভাইরাস যুক্তরাষ্ট্রে আঘাত হানবে সেটা নিশ্চিত, শুধু সময়ের অপেক্ষা।
কিন্তু আমাদের প্রস্তুতি কতোটুকু? যদি সত্যিই করোনাভাইরাস বাংলেদেশে হাজির হয় তবে আমাদের প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ তার জন্য কতোটা প্রস্তুত? ঘনবসতিপূর্ণ এই দেশে করোনাভাইরাস দাবানলের মতো ছড়িয়ে পড়বে নিশ্চিত। যে সময়টা আমারা পেলাম সেটা চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের কাজে লাগাতে পারতাম কিনা? শুধু চিনেই প্রায় চারহাজারের মতো স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
এখনও পর্যন্ত রোগতত্ত্ব বিভাগের মীরজাদি ম্যাডামের প্রেস ব্রিফিং ছাড়া তেমন কিছুই চোখে পড়লনা।
ডাঃ মনেয়ার হোসেন এর ফেসবুক থেকে সংগৃহীত।