নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার সাবেক পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, করোনায় আক্রান্ত হয়ে আজ শুক্রবার (১৬ এপ্রিল)সকাল ৬ টার সময় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) এসপি সাতক্ষীরা ডিস্ট্রিক ফেসবুক সূত্রে এ তথ্য জানা গেছে। তাঁর মৃত্যুতে সাতক্ষীরার পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান শোক প্রকাশ করেছেন। তিনি এক স্ট্যাটাসে জানান, রাজিব হোসেন সদালাপী জনবান্ধব ও পেশাদার পুলিশ কর্মকর্তা ছিলেন। মহান আল্লাহ পাক তাকে বেহেস্ত নসিব করুন এবং তার পরিবার-পরিজনকে এ শোক সইবার শক্তি দান করুন, আমীন।