প্রেস বিজ্ঞপ্তি: বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স’র সহযোগীতায় কয়রা উপজেলার সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এর অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় লিডার্সের কর্মকর্তা তমালিকা মল্লিক এর সঞ্চালনায় এবং ফোরামের সভাপতি মো. খায়রুল আলম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠান শুরু হয়। সভায় আরো বক্তব্য রাখেন ফোরামের সহ-সভাপতি সুজিত কুমার রায়, সম্পাদক মো. হুমায়ূন কবির, যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য মো. জাহিদ হাসান প্রমুখ। সভায় জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মপরিকল্পনা বিষয়ে আলোচনা হয়। একই সাথে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য কিছু দাবি সংযুক্ত করা হয় সে বিষয়েও আলোকপাত করা হয়। উক্ত ফোরামের সভাপতি জনাব খায়রুল আলম তার বক্তব্যে বলেন যে জলবায়ু পরিবর্তন আজ মানবতার জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় অঞ্চল এই জলবায়ু পরিবর্তনের ফলে সবথেকে বেশি ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকাকে রক্ষা করার জন্য এই এলাকাকে বিশেষ এলাকা অথবা দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনার উদ্যোগ নেয়া দরকার। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী নুরুল মোস্তফা কামাল জাফরী এবং মনিটরিং অফিস মনিরুজ্জামান মনি। সভায় আগামী ৬ মাসের জন্য উক্ত ফোরামের একটি কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। উক্ত পরিকল্পনা উপকূলের জনমানুষের অধিকার রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে ফোরামের প্রত্যাশা।