প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৪:০০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৩, ২০২০, ৯:০৭ অপরাহ্ণ
কবিতা-প্রাণঘাতী করোনা
প্রাণঘাতী করোনা
অধ্যাপক আব্দুল্লাহ সিদ্দীক
নিস্তব্দ আজি সারা অবনী
নগর-বন্দর-শহরের আকাশ,
বিশ্ব ব্যাপী লাশের মিছিল
করোনায় সংক্রামিত বাতাস।
করোনা, করোনা প্রাণঘাতী করোনা
গণমাধ্যম, মাইক্রোফোনে চৌদিকে প্রচারণা,
দূর্বল ভাইরাস চরম ঘাতক
সারা ভবে যার তাড়না।
জন্ম চীনের উহানে
আক্রান্ত হই শ্বাস গ্রহণে,
সর্বজনে বিরত রই
কোলাকুলি, করমর্দনে।
করোনাভাইরাস মহামারী রোগ
চরম সংক্রামক জীবন নাশক,
মাক্স পওে, ভীড় এড়িয়ে
করে দিব সবে জীবাণু নাশ।
উপসর্গ যার সর্দি, কাশি, জ্বর
কণ্ঠে ব্যথা, শ্বাসকষ্ট, বারে বারে হাঁচি,
জনসমাবেশ, দাওয়াত এড়িয়ে
আমরা হোমকোয়ারেণ্টাইনে বাঁচি।
করোনা হাওয়ায় হাওয়ায় ভেসে ভেসে
ঘণ্টা তিনেক বাঁচে,
নাসারন্ধ্রে,গলায় তরল পদার্থ, পূঁজে
সংক্রামিত কাশে ও হাঁচিতে।
এমনই রোগে পরিত্রাণ পেতে
প্রত্যেকে ৩ ফুট দূরত্বে থাকি,
আল্লাহর গজব করোনা তাড়াতে
আল্লাহকে বেশি বেশি ডাকি।ৎ
ভিটামিন সি,কালোজিরা, মধু,ফলের রস
প্রচুর পানি করি পান,
মাছ-মাংস-ডিম বেশী সিদ্ধ করে
বাঁচাই আপন প্রাণ।
নিয়ম মেনে সতর্কতা অবলম্বনে
বাঁচবে সবার জীবন,
প্রাণঘাতী করোনাকে জয় করে
গড়ি সুন্দর ভূবন।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.