
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার তালার জালালপুরের জেঠুয়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের বেড়ীবাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী। এসময় তিনি ঝুঁকিপূর্ন বেড়িবাঁধ দ্রুত সংস্কারের আশ^াস দেন। এসময় তালার শালিখা নদীর স্লুইচ গেটটিও পরিদর্শন করেন তিনি। সোমাবার সকালে যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী মুন্সী আসাদুল্লাহ তালা উপজেলার কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত ওই সব এলাকা পরিদর্শন করেন। এসময় পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জালালপুর ইউনিয়ন আ.লীগ সভাপতি রবিউল ইসলাম (মুক্তি), বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাংবাদিক ইন্দ্রজীৎ দাশ বাপী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রামপ্রশাদ দাস, পানি উন্নয়ন বোর্ডের সার্ভেয়ার অমিত কুমার সাহাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এসময় উপস্থিত ছিলেন।