সাতনদী ডেস্ক: বরেণ্য কথাসাহিত্যিক, কবি ও সাংবাদিক আবু কাজীর ৬২ তম জন্মদিন উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকালে ‘ম্যানগ্রোভ’ এর আয়োজনে সাতক্ষীরাস্থ ম্যানগ্রোভ সভাঘরে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকারের সভাপতিত্বে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক আবু কাজী। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আবু কাজীর জীবন ও কর্মের উপর আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, দৈনিক দক্ষিণের মশাল সম্পাদক অধ্যক্ষ আশেক ই-এলাহী, জেলা বাজাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরদার কাজেম আলী, সাধারণ সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, জাসদ নেতা জাহাঙ্গীর কবীর, বন ও পরিবেশ রক্ষা কমিটির মফিজুর রহমান, কবি সৌহার্দ্য সিরাজ, স.ম তুহিন, কামরুল ইসলাম ফারুক, শিল্পী মঞ্জুরুল হক, আশরাফ সরদার, জেলা বাসদের সমন্বয়ক কমরেড নিত্যানন্দ সরকার প্রমুখ। বক্তারা কথাসাহিত্যিক আবু কাজীর মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য আবু কাজী প্রথম সাংবাদিকদের কল্যানোর জন্য সাংবাদিক ইউনিয়নের পক্ষে সাংবাদিকদের বেতনের জন্য আদালতের সরণাপন্ন হয়ে বিজয়ী হন। যেকারণে কর্মস্থল থেকে চাকরিচ্যুত হন তিনি। সেখান থেকে সাংবাদিকদের বেতন ভাতা চালু হয়। সাহিত্যে অবদানের জন্য একটি আন্তর্জাতিক সংস্থা থেকে রতœগর্ভা উপাধিতে ভূষিত হন আবু কাজী। সাতক্ষীরা থেকে প্রকাশিত সাপ্তাহিক সহযাত্রী পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। সাংবাদিকতার উপর তার লেখা বই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে পরিবার পরিজন নিয়ে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার মৌতলায় বসবাস করছেন তিনি।