
প্রেস বিজ্ঞপ্তি: ১ জানুয়ারি সারাদেশে উদযাপিত হবে বই উৎসব ২০২০। উৎসব সাফল্যমন্ডিত করে তুলতে ও শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, সহকারী কমিশনার দেওয়ান আকরামুল হক ও ইন্দ্রজীত সাহা জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসবে অংশ নেবেন।
এর মধ্যে জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল সকাল ৯টায় টাউন গার্লস স্কুল, সাড়ে ৯টায় পলাশপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সকাল ১০টায় সরকারি উচ্চ বিদ্যালয়, সাড়ে ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বেলা সাড়ে ১১টায় কালেক্টরেট স্কুল, দুপুর ১২টায় পিএন বিয়াম স্কুল ও দুপুর ১টায় আলিয়া মাদ্রাসায় বই উৎসবে অংশ নেবেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এমএম মাহমুদুর রহমান সকাল ১০টায় লাবসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা ১১টায় বল্লী মুজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে অংশ নেবেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সকাল ১০টায় মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেলা ১১টায়
আলীপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে অংশ নেবেন।
সহকারী কমিশনার দেওয়ান আকরামুল হক এবং ইন্দ্রজীত সাহা সকাল ১০টায় ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেলা ১১টায় ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবে অংশ নেবেন।