আব্রাহাম লিংকন, শ্যামনগর: শ্যামনগরে সাতক্ষীরার ঔষধ পরিদর্শকের অভিযানে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর সাতক্ষীরা ঔষধ পরিদর্শক শ্যামনগর উপজেলা ব্যাপি ঔষধের দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন। অভিযোগ উঠেছে, বিভিন্ন দোকান থেকে তোলা হয়েছে অর্থ। শ্যামনগর কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির মাধ্যমে ম্যানেজ করা হয় ঔষধ পরিদর্শককে। অনেকের অনুমোদন না থাকায় অফিসে গিয়ে দেখা করার নির্দেশ দেন। ভারতীয় ঔষধ, অনুমোদন বিহীন দোকানসহ বিভিন্ন ত্রুটির জন্য অর্থ উঠিয়ে পকেটে গুজে দেন উপজেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক দবির আহমেদ। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঔষধের দোকান্দার বলেন, কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের মাধ্যমে অর্থগুলে তুলে উপজেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সাধারণ সম্পাদক দবির আহমেদের কাছে দেওয়া হয়েছে। তার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি হয়েছে। দবির আহমেদ অশিকার করে বলেন, এমন কোন ঘটনা ঘটেনি। তবে কিছু কিছু দোকানে সমস্যা পেলেও তাদেরকে হুশিয়ার করে দেওয়া হয়েছে। তবে সাতক্ষীরা জেলা ঔষধ পরিদর্শককের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।