জাতীয় ডেস্ক: গণ অধিকার পরিষদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক। আজ বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গণ অধিকার পরিষদের গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নুরুল হক নুর।
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক (ভিপি নুর) বলেছেন, আওয়ামী লীগের মতো থানায় গিয়ে পায়ের ওপর পা ফেলে ওসির সঙ্গে গালগপ্প করা, ইউএনওর কাছে গিয়ে গালগপ্প করে তাদের দলীয় এজেন্ডা বস্তবায়ন করা এখন কোনো রাজনৈতিক দল এটা করতে পারবে না। এখন অন্তবতীকালীন সরকার। ওসি হোক ডিসি হোক, ইউএনও হোক এসপি হোক, যাঁরা জনগণের জন্য কাজ করবেন না, তাঁদের চাকরিচ্যুত করা হবে। আজ বুধবার বিকেলে পটুয়াখালীর দশমিনা উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণ অধিকার পরিষদ উপজেলা কমিটি এই গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল হক বলেন, ‘আজকে যারা সরকারি কর্মকর্তা ও কর্মচারী, প্রশাসনের লোকেরা আছেন, সকলেই জনগণের জন্য কাজ করবেন। মনে রাখবেন, এখন কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই। যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবেন, তাঁদের সরকারি চাকরি থেকে বিতাড়িত করা হবে।’ নুরুল হক আরও বলেন, ‘আমরা দেখেছি, গত ১৫ বছরে সরকারি কর্মকর্তা-কর্মচারী, প্রশাসনসহ আজকে চাটুকার গোষ্ঠী কীভাবে দলীয়করণ করেছিল। কাজেই আজকে পরিষ্কারভাবে আমরা সারা বাংলাদেশের প্রশাসনে যাঁরা কাজ করছেন, তাঁদের জানিয়ে দিতে চাই, আপনারা যদি কোনো রাজনৈতিক দলের গোলামি করেন, তাহলে প্রশাসনে চাকরি করতে পারবেন না।’
দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি লিয়ার হোসেনের সভাপতিত্বে এ গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও দুর্যোগবিষয়ক সহসম্পাদক হেলেনা বেগম, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম ও সদস্যসচিব মো. শাহ আলম সিকদার। দশমিনা উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মিলন মিয়া, যুব অধিকার পরিষদের সভাপতি কাজী রাসেলসহ জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।