নিজস্ব প্রতিবেদক : আশাশুনি থানার ্ওসি নোমান হোসেনের নাম করে এক প্রতারক অসহায় পরিবারে কাছ থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে । ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ১১ টার সময় । আশাশুনি থানার প্রতাপনগর ইউনিয়নের মোশারফ গাইন জানান, স্থানীয় এটি সন্ত্রাসী বাহিনী তাদের পরিবারের ওপর হামলা চালায় পরে হামলাকারীদের পক্ষ থেকে আশাশুনি থানায় তাদের পরিবারের ১৫ জনের বিরুদ্ধে এজাহার দেওয়া হয় তাতে তারা দিশেহারা হয়ে পড়লে পূর্ব পরিচিত আনুলিয়া ইউনিয়নের একসোরা গ্রামের কালিপদ দাশের পুত্র মহান নাথ দাশ (০১৯২৩-৮৭০১৩৮) তারে আশ্বস্ত করে তদ্বির করলে থানায় দাখিল হ্ওয়া এজাহার রের্কড হবেনা। এজন্য আশাশুনি থানার ্ওসি নোমান হোসেনকে পনের হাজার টাকা ঘুষ দিতে হবে। সে ্ও দাবী করে ওসি সাথে তার এ বিষয়ে কথা হয়েছে । মহান নাথ দাশ তাদের সাথে প্রতারনা করেছে । এরপর মোশারফ গাইনের স্বজনরা বারবার মহান নাথ দাশের মোবাইল ফেনে ফোন দিলে রিসিভ হয়নি । এই প্রতিবেদক মহান নাথ দাশের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি নিজেকে তিনি নিজেকে সাতক্ষীরা জেলা জিয়া পরিষদের সদস্য সচিব দাবী করে টাকা ন্ওেয়ার কথা স্বীকার করে বলেন টাকা ওসি নোমান হোসেনকে দিয়েছিলাম কিন্তু তিনি বদলি হয়ে গেছেন । সে এও দাবী করে যে ওসির টাকা গ্রহনের বিষয়টি জেলা বি এনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু কে জানিয়েছে । এ ব্যাপারে আবু জাহিদ ডাবলু জানান, সাতক্ষীরা জেলা তারেক জিয়া পরিষদ নামে কোন সংগঠন আছে বলে তার জানা নেই । মহান নাথ দাশকে তিনি চেনেননা