হাফিজুর রহমান:
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনের মাধ্যমে অবমাননার প্রতিবাদে সারা দেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ওলামা মাশায়েখ পরিষদ জনতার ব্যানারে প্রতিবাদ সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১০টার সময় কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন বাজারগ্রাম মুহাতামিম, জামিআ এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ পীরে কামেল হযরত মাওলানা অজিহুর রহমান।
সমাবেশে বক্তারা বলেন ফ্রান্সে ব্যঙ্গ চিত্র মুসলমানদের সঙ্গে যুদ্ধ ঘোষনার শামীল। এ নিয়ে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও যে প্রতিবাদের ঝড় উঠেছে ফ্রান্স সরকার ক্ষমা না চাইলে আন্দোলনের দাবানল থামবে না। বক্তারা বলেন বিশ্বের মুসলমানরা প্রিয় নবীজিকে প্রানের চেয়ে বেশি ভালো বাসেন। নবীজিকে আঘাত করা মানে মুসলমানদের কলিজায় আঘাত করা। ফ্রান্স সরকার ক্ষমা না চাইলে তাদের দুতাবাস মুখে লংমার্চ করা হবে। এটা না হলে ফ্রান্সের সকল পন্য এদেশ থেকে বয়কট করা হবে বলে হুশিয়ারী দেন।
সমাবেশের আগে কালিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ধ¤্রপ্রান মুসুল্লীরা ব্যানার, প্লাকার্ড ফেস্টুন নিয়ে খন্ড খন্ড মিছিল সহ সকাল থেকে সমাবেশ স্থল শহীদ সামাদ স্মৃতি ময়দানে জমায়েত হতে থাকে। ১০টা বাজতেই মাঠ মুসুল্লীদের পদ চারনায় কানায় কানায় পরিপূর্ন হয়ে যায়। খন্ড খন্ড মিছিলের কারণে রাস্তায় যান জটের সৃষ্টি হয়। এ কারণে সাময়িকের জন্য সাধারণ মানুসের ভোগান্তি পোহাতে হয়। সমাবেশ চলাকালীন পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনি ছিল।
সমাবেশে বক্তব্য রাখেন মোহাম্মাদপুর কাশেমুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতী আল আলিম, তারালী মাদ্রাসার মুহাতামিম আব্দুল আজিজ, মৌতলা খান পাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রহমাতুল্লাহ, বাজারগ্রাম রহিমপুর মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল হক, কালিকাপুর মাদ্রাসার মুফতী হাফেজ ইউনুচ আলী, পানিয়া মাদ্রাসার মাওলানা আমিনুর রহমান, কালিগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর,
ইসলামী ফাউন্ডেশন শিক্ষক সমিতির সভাপতি মাওলানা ষাহাজান, কদমতলা বাজার জামে মসজিদের ঈমাম আব্দুল্লাহ, রতনপুর জামে মসজিদের ইমাম মুফতী ফয়জুল্লাহ, ওয়াপদা জামে মসজিদের ইমাম জিয়াউর রহমান, ইসলামী আন্দোলন কালিগঞ্জ শাখার সভাপতি অজেদ আলী, মুফতী আবু হানিফ, আলহাজ্ব নাসির উদ্দীন, ঘোনা মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুর রহিম, মাওলানা এমদাদ, শ্রীপুর মাদ্রাসার মুফতী আবুল হোসেন, মাওলানা আব্দুল আজিজ, মাওলানা আবু বক্কার, মুফতী হামিদুর রহমান প্রমূখ।