
স্পোর্টস ডেস্ক:
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার চার টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি শেষ হলো সোমবার। ভারতের মাটিতে গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের দুই ম্যাচ খেলেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন অধিনায়ক প্যাট কামিন্স। তখন জানা গিয়েছিল, অজি অধিনায়কের মা মারিয়া কামিন্স অসুস্থ হওয়ায় অস্ট্রেলিয়ায় ফিরতে হয়েছে এই পেসারকে। তবে মারিয়া কামিন্স আর সুস্থ হয়ে উঠতে পারেননি, শুক্রবার ভোরে সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ফলে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজেও খেলা হচ্ছে না প্যাট কামিন্সের।
কামিন্সের পরিবর্তে শেষ দুই টেস্টে অজিবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন স্টিভেন স্মিথ। ওয়ানডেতেও তাঁর কাঁধেই পড়েছে অধিনায়কত্বের দায়িত্ব। এই ফরম্যাটে সর্বশেষ পাঁচ বছর আগে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন স্মিথ। এরপর দক্ষিণ আফ্রিকায় বল টেম্পারিং কেলেঙ্কারিতে অধিনায়কত্ব তো হারানই, একই সঙ্গে সাময়িক নিষিদ্ধও হন ক্রিকেট থেকে।
আগামী ১৭ মার্চ শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাকি দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৯ ও ২২ মার্চ।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, স্টিভেন স্মিথ (অধিনায়ক), মার্নাস লাবুশানে, মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, মিচেল স্টার্ক, ন্যাথান এলিস ও অ্যাডাম জাম্পা।