নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বিশিষ্ট সমাজসেবক গ্রাম ডাক্তার মোঃ মাহবুবুর রহমান পবিত্র ওমরা পালনের লক্ষে সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সোমবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেন। বিমানবন্দর স‚ত্রে জানা গেছে, ফ্লাইটটি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে রাত ১১টা ৩০ মিনিটে অবতরন করবে। উল্লেখ্য, ডাঃ মাহবুবুর রহমান ২০১৭ সালে প্রথম পবিত্র ওমরা পালন করেন। তার সফর সঙ্গী হিসেবে স্ত্রীও ওমরা পালন করবেন। মাহবুবুর রহমান দীর্ঘ ৩০ বছর অত্যন্ত সুনামের সাথে অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন। এছাড়া তিনি করোনা কালীন সময়ে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা শাখার সভাপতি হিসেবে গরিব অসহায় করোনা রোগিদের ফ্রি অক্সিজেন সেবা সহ নানা সেবাম‚লক কাজে সক্রিয় ছিলেন। তিনি আত্মীয়-স্বজন,বন্ধু বান্ধব, সহকর্মী ও জেলার সকালের কাছে দোয়া চেয়েছেন।