নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য ১০৬ সাতক্ষীরা ২ এর ঐচ্ছিক তহবিল হতে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় সদর উপজেলা ডিজিটাল কর্ণারে সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের চেক বিতরণ করেন সাতক্ষীরা ২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তিনি দেশের সকল শ্রেণি পেশার মানুষের কথা ভাবেন। কি করলে দেশ ও দেশের মানুষ ভালো থাকবে সব সময় সেটাই ভাবেন। তাই জননেত্রী শেখ হাসিনা সুস্থ্য থাকলে বাংলাদেশ সুস্থ্য থাকবে। এসময় উপস্থিত সকলের কাছে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হ, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মো. শামসুর রহমান প্রমুখ। এসময় সদর এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল হতে ৬৬ জনের মাঝে ২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।