নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহ আলমের উপর হামলার প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সাতক্ষীরা জজকোর্ট চত্বরে প্রতিবাদ সভার ডাক দিলে করোনা পরিস্থিতির কারনে প্রশাসনের নির্দেশনা মোতাবেক ঘরোয়াভাবে প্রতিবাদ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জজকোর্টের সাবেক পিপি এ্যাড. ওসমান গণি, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. তোজাম্মেল হোসেন তুজাম, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. ইউনুস আলী সাবেক এপিপি এ্যাড. আজহার হোসেন, এ্যাড. সাহেদুজ্জামান সাহেদ প্রমুখ।
এসময় বক্তারা সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. শাহ আলমের উপর হামলার তীব্র নিন্দা জানান এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ভার্চুয়ালে কথা বলার সময় আপত্তিকর মন্তব্যের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা মামলা হওয়া অত্যন্ত দু:খ জনক। জননেত্রী শেখ হাসিনা যে মহতী উদ্দেশ্যে ডিজিটাল নিরাপত্তা আইন করেছিলেন। লতিফ গং এধরনের মিথ্যা মামলা দায়ের করে সে মহতী উদ্যোগ ব্যাহত করছেন বলে দাবি করেন বক্তারা।