প্রধান প্রতিবেদক: সাতক্ষীরার আশাশুনিতে সাবেক স্বামী কর্তৃক স্ত্রী ও সন্তানকে এসিড মেরে ঝলসে দেওয়ার ঘটনায় প্রধান আসামী সাবেক স্বামী শাহাজাহান আলী মোড়লকে সহযোগীসহ (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান সাতক্ষীরা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ২১ অক্টোবর রাতে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চাপড়া গ্রামে ফাতেমা খাতুন ও তার শিশু কন্যা জাকিয়া মেহেজাবিন (২) ঘুমিয়ে ছিল। এ সময় তার সাবেক স্বামী শাহাজাহান ঘরের বাইরে থেকে তার সাবেক স্ত্রীকে ডাকাডাকি করে। এ পর্যায়ে ফাতেমা খাতুন ঘরের জানালা খুলে দেওয়ার সাথে সাথে তাদেরকে লক্ষ্য করে এসিড ছুড়ে মারে। সেই এসিডে ঝলসে যায় ফতিমা ও তার শিশু কন্যা।
তিনি বলেন, গুরুতর অবস্থায় তাদেরকে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ শাহাজাহান আলীকে ধরার জন্য বিভিন্ন ধরনের ফাঁদ পাতে। সোমবার ঢাকার গেন্ডারিয়া থানাধীন মনির হোসেন লেন থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করে পুলিশ।
এসিডদগ্ধ ফাতেমা খাতুন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জানিয়েছিলেন, ছয় বছর আগে নড়াইল জেলার শাহাজাহানের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে প্রায়ই নির্যাতন করতো স্বামী শাহাজান। সে মাদকাসক্ত ছিল। এসব কারণে এক বছর আগে তাদের সম্পর্ক ছিন্ন হয়। এরপর থেকে বাবার বাড়ি আশাশুনির চাপড়ায় বসবাস করছি।
মেয়েটি আরও জানায়, প্রতিদিনের ন্যায় রাতে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে সাবেক স্বামী জানালার কাছে এসে ডাকাডাকি করে। এরপর জানালা খুলতেই অ্যাসিড ছুঁড়ে পালিয়ে যায়।