
রেজওয়ানুল ইসলাম রাব্বি, কলারোয়া: কলারোয়া উপজেলায় এবার সবাইকে ছাড়িয়ে গেলো ফারজানা আফরিন কাজল। সে প্রমাণ করলো, অদম্য ইচ্ছেশক্তির কাছে অসম্ভব বলে কিছু নেই। এবারের এসএসসি পরীক্ষায় কলারোয়া উপজেলার মধ্যে সর্বোচ্চ ১০৯৪ নাম্বার পেল সে। বিজ্ঞান বিভাগ থেকে সকল বিষয়ে জিপিএ-৫ পেয়ে উপজেলা শ্রেষ্ঠত্ব অর্জন করল কাজল। ফারজানা আফরিন কাজল কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ সাফল্য অর্জন করে। কলারোয়া পৌর সদরের গদখালি গ্রামের হোটেল ব্যবসায়ী মহব্বত মোল্লা ও মোছাম্মৎ আনজুয়ারার ছোট মেয়ে ফারজানা আফরিন কাজল। কলারোয়া থানার সামনে অবস্থিত মহব্বত হোটেলের স্বত্বাধিকারী মহব্বত মোল্লা জানান, কাজল প্রাথমিক সমাপনী ও জেএসসি পরীক্ষাতেও সন্তোষজনক ফলাফল করেছিলো। এবার এসএসসিতেও জিপিএ-৫ পেয়ে সফলতার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। তাঁর এই সাফল্য অর্জনে প্রশংসা করে পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকীব জানান, পড়াশোনার বিষয়ে খুবই মনোযোগী ছিলো কাজল। আর সেকারণে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। পিতা-মাতার আদরের ছোট মেয়ের এমন সাফল্যে এলাকাবাসীও গর্বিত। কাজল তাঁর প্রতিক্রিয়া ব্যক্তকালে জানায়, এই ফলাফল অর্জনের পিছনে বাবা-মা ও সম্মানিত শিক্ষকদের ভূমিকা ছিল অপরিসীম। তার মতে, ভালো ফলাফলের জন্য ভালোমতো পড়াশোনা করার কোন বিকল্প নেই। ফারজানা আফরিন কাজল ভবিষ্যতে একজন ডাক্তার হতে চায়। এজন্য সকলের দোয়া চেয়েছে সে। বাবা মহব্বত মোল্লা জানান, মেয়ের ইচ্ছে পূরণের জন্য তাঁর চেষ্টারও কোনো কমতি থাকবে না। ফলাফল শিট অনুযায়ী, ফারজানা আফরিন কাজল ১১৫০ নাম্বারের মধ্যে ১০৯৪ নাম্বার পেয়েছে। যা এক কথায় অসাধারণ। কাজলের এই নজরকাড়া সাফল্য অনুপ্রাণিত করবে অন্য শিক্ষার্থীদের।