
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (৬ জানুয়ারি) রাতে এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের অনুষ্ঠিত হয়। যুব স্পোর্টিং ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান। সংবর্ধিত অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম। বিশেষ অতিথি ছিলেন ফিংড়ী ইউপি চেয়ারম্যান পত্নী রহিমা খাতুন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মেজবাহউদ্দিন টপি, যুগ্ন-আহবায়ক শেখ আজমীর হোসেন বাবু, শেখ ফারুক হোসেন, ইউপি সদস্য মিজানুর রহমান প্রমূখ। শেষে এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এল্লারচর যুব স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল হোসেন।