এলজি বাংলাদেশের এবছরের এম্বাসেডর মনোনীত হয়েছেন দ্বীপ ইউনিয়ন গাবুরার সন্তান হাবিবুল্লাহ আল মামুন। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়া সহস্রাধিক উদ্ভাবনী ও সমাজ সচেতন প্রকল্পের মধ্য থেকে LG-এর অভিজ্ঞ বিচারকমণ্ডলীর মূল্যায়নের মাধ্যমে "LG উপকূলীয় শিক্ষা সহায়তা প্রকল্প ২০২৫" নির্বাচিত হয়েছে।
এই প্রকল্পের মাধ্যমে ৭০ জন এতিম, অসহায় এবং দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থীকে সাইকেল সরবরাহ করবে। এই সাইকেল গুলো তাদের সময়মতো নিরাপদে স্কুলে পৌঁছে দেবে এবং পরিবারের আর্থিক চাপ কমাবে এবং শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শিক্ষার প্রতিবন্ধকতা দূর করে, একটি নতুন প্রজন্মকে ভবিষ্যতের নেতা এবং সামাজিক উন্নয়নে অবদানকারী হওয়ার জন্য অগ্রনী ভূমিকা পালন করবে প্রকল্পটি। এই প্রকল্পের আওতায় দুইটি পরিবারে মোটর ভ্যানও প্রদান করা হবে।
হাবিবুল্লাহ আল মামুন উপকূলীয় অঞ্চলের শিক্ষার্থীদের পাশাপাশি আত্মসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। উল্লেখ্য যে, এবছর সারাদেশ থেকে ৫জন এলজি এম্বাসেডর মনোনীত হয়েছে।