
আব্দুর রহিম, কালিগঞ্জ: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করলেন জাপানি ব্যবসায়ী মৃদুরী ও তার ১২ বছরের কন্যা ফুজিকো। বুধবার বেলা সাড়ে ১১ বিদ্যালয় পরিদর্শনে এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ সদর এম খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গঙ্গারানী, সুশীলন এর উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদুর রহমান, রিসার্চ কো-অডিনেটর মাহফুজ জামাল টুটুলসহ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম ও সহকারী শিক্ষক হাসিবসহ অন্যান্য শিক্ষকমন্ডলী। জাপানে মৃদুরী একটি ব্যবসা পরিচালনা করেন। তার কন্যা ফুজিকো ষষ্ঠ শ্রেণীতে পড়াশোনা করে। পড়াশোনার পাশাপাশি সেও তার মায়ের ব্যবসা দেখে নিজে এই ব্যবসা করতে আগ্রহে প্রকাশ করেছে। পড়াশোনার পাশাপাশি কিভাবে ছোটবেলা থেকে ব্যবসায়ী মনোভাব তৈরি করেছে ফুজিকো তার সেই ব্যবসায়ী মনোভাব অভিজ্ঞতা অন্য দেশের শিক্ষার্থীদের মাঝে শেয়ার করার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় এম খাতুন সদর সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীরা তার সাথে ছবি তোলেন, তার অটোগ্রাফ নেন এবং খুব আনন্দ উৎসব পরিবেশে শিক্ষার্থীদের সাথে খোলামেলা আলাপ করেন। পরে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড়সহ অনন্য শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। ফটোসেশন করে এর আগে সকাল ১০ টায় কালিগঞ্জ উপজেলার ৫নং কুশুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে বাজার গ্রাম রহিমপুরে সুশীলন পরিচালিত রূপনারায়ণ মহিলা সমিতি সদস্যদের সাথে ঋণ কার্যক্রম বিষয়ে মতবিনিময় করেন। বিকালে মহৎপুরে সুনিপন গার্মেন্টস পরিদর্শন করেন। জাপানি ব্যবসায়ী মৃদুরী সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন।