নিজস্ব প্রতিবেদক፤ এম আর পরিবহনে নতুন সংযোজন, সাতক্ষীরায় এম আর পরিবহনে আরও একটি অত্যাধুনিক স্লিপার কোচ উদ্বোধন করা হয়েছে।
২০শে এপ্রিল বুধবার বিকাল সাড়ে ৫টায় সাতক্ষীরা শহরের সঙ্গীতামোড়ে এম আর পরিবহন কাউন্টারে কেবিন সিস্টেম স্লিপার কোচ ঢাকা মেট্রো-ব-১৩-২০৬৯ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম এর প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক।
এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক ও সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি রাশেদুজ্জামান রাশি, এম আর বিজনেস গ্রুপের এমডি ইকবাল কবির পলাশ, আঞ্চলিক পরিচালক শফিউল্লাহ শফি। এছাড়া এম আর পরিবহনের সকল কর্মকর্তা-কর্মচারি বৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে এমআর বিজনেস গ্রুপের চেয়ারম্যান ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. নুরুল হক জানান, অত্যাধুনিক এসি স্লিপার কোচে ২৪টি কেবিন রয়েছে।
এছাড়া যাত্রীদের জন্য ফ্রি ওয়াইফাই ইন্টারনেট সংযোগ, প্রতি কেবিনে একটি করে এলইডি মনিটর এবং একটি টয়লেট রয়েছে। তিনি আরো জানান এটা দিয়ে যাত্রীসেবায় এম আর বিজনেস গ্রুপে ছয়টি স্লিপার কোচ সার্ভিস চালু করা হয়েছে।