নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে সৌজন্য সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় খুলনাস্থ সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। রবিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় শহরের মুনজিতপুরস্থ বাসভবন মীর মহলে যান ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগর। শুভেচ্ছা বিনিময়কালে বীর মুক্তিযোদ্ধা এমপি রবি বাংলাদেশীদের জন্য হয়রানী মুক্ত ভিসা প্রসেসিং সেবা ও নিরাপদ ভারত ভ্রমন এবং সেবার মান উন্নয়নসহ সামগ্রীক বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন। এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে ফুলের শুভেচ্ছা জানান এবং বাংলাদেশের জাতীয় পতাকা সম্বলিত শুভেচ্ছা স্মারক ও বীর মুক্তিযোদ্ধা এমপি রবি রচিত মহান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে লেখা চেতনায় একাত্তর বইয়ের দ্বিতীয় সংস্করণ বইটি ভারতীয় সহকারি হাই-কমিশনার ইন্দের জিৎ সাগরকে উপহার দেন।