নিজস্ব প্রতিবেদক:
সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক রবির পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জানুয়ারি) বিকাল ৪টায় পৌরসভার ৫নং ওয়ার্ডে বাটকেখালী দাস পাড়া গৌবিন্দ মন্দির প্রাঙ্গণে অসহায় ও দরিদ্র শীতার্ত মানুষের মাঝে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির পক্ষ থেকে এ শীতবস্ত্র কম্বল বিতরণ হয়।
এসময় বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির পক্ষে অতিথি হিসেবে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য জ্যোৎ¯œা আরা।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক মিসেস তহমিনা ইসলাম, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার জেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোকছেদ আলী, অনলাইন পোর্টাল খবর সাতক্ষীরা’র সম্পাদক আবু জাফর সিদ্দীক ও সাতক্ষীরা দলিত পরিষদের সভাপতি গৌরপদ দাস প্রমুখ।