নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক প্রয়াত সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির পক্ষ থেকে বাদ যোহর সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের ৩য় তলায় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শেখ নুরুল হক, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাপ্তাহিক ইচ্ছেনদী পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু শোয়েব এবেল, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান শেখ মুছা কাজিম আশিক, ডেপুটি চীপস মো. ইলিয়াছ হোসেন, যুব সদস্য মীর মনোয়ার হোসেন, আয়েশা খাতুন, কাজী মুনতাসীর আহমেদ, এস.এম সাইফুল ইসলাম, মো. আরিফ চৌধুরী, শোভন মিত্র, মেহেরুন ফেরদৌস, শেখ মুসতাকিম, রুখসানা পারভীন ও আল মীর্জা প্রমুখ। সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক প্রয়াত সেক্রেটারী মোহাম্মদ আবু সায়ীদ’র প্রথম মৃত্যুবার্ষিকী ও দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার প্রয়াত সম্পাদক মহসিন হোসেন বাবলু’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাতক্ষীরা আহছানিয়া মিশন মসজিদের মুয়াজ্জিন ও ইসলামী কণ্ঠশিল্পী ইব্রাহীম খলিল। এসময় সাতক্ষীরা আহছানিয়া মসজিদের মুসুল্লীরা উপস্থিত ছিলেন।