কামরুল হাসান, কলারোয়া: বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকটে কৃষকের ক্ষেতের ধান ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে ৷ এমন পরিস্থিতিতে কলারোয়ায় এক কৃষকের ধান কেটে ঘরে তুলতে সহযোগিতার হাত বাড়ালো সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।
সোমবার সকালে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে পৌরসভার তুলসীডাংগা পশ্চিমপাড়ার প্রবীণ কৃষক সৈয়দ আলি দফাদারের ধান কেটে দেন তারা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন বলেন, ফেসবুকে শ্রমিক না পাওয়ার তথ্য পেয়ে সংশ্লিষ্ট কৃষকের সাথে মুঠোফোনে কথা বলে তাঁর ধান কেটে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বলেন, খুবই ভালো লাগছে যে রোজা রেখে ঐ কৃষকের ১৩ কাঠা জমির পাকা ধান ছাত্রদল কেটে দিতে পেরেছে৷
ধান কেটে দেয়ায় যারপরনাই খুশি প্রবীণ কৃষক সৈয়দ আলি দফাদার। তাদের জন্য প্রাণখুলে আল্লাহর দরবারে দোয়া করবেন বলে জানান তিনি।
এ সময় ধান কাটা কর্মসূচিতে অংশ নেন ছাত্রদলের মফিজুল ইসলাম, ইশারুল ইসলাম, মহিনুল ইসলাম সাগর, রাজন গাজী, জাহাঙ্গীর আলম, রাসেল, আরিফ, হৃদয়, ইসারাত, সজীব প্রমুখ।