আব্দুর রহমান: দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি প্রতীক পেয়েছেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও বর্তমান সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সোমবার (১৮ ডিসেম্বর) প্রতীক বরাদ্দের নির্ধারিত দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির এ প্রতীক বরাদ্দ দেন। বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সাতক্ষীরা সদর উপজেলার মুনজিতপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৪ সালে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ সালেও আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতিক নিয়ে বিজয়ী হয়ে জনগণের চাকর হিসেবে কাজ করে যাচ্ছেন এই বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। টানা দুবারের নির্বাচিত এই এমপি এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না পেয়ে নেতাকর্মী ও সাধারণ জনগণের ইচ্ছায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।
সাতক্ষীরা ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি একজন সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। এবার আমার প্রতিক থাকবে ঈগল পাখি। আমি বিশ্বাস করি নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় আল্লাহর রহমতে আমি নির্বাচিত হবো। মীর মোস্তাক আহমেদ রবি আরো বলেন, গত দশ বছরে আমার নির্বাচনী এলাকায় অনেক উন্নয়ন হয়েছে এবং অসংখ্যা উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এবার নির্বাচিত হলে আমার এলাকার অসম্পন্ন কাজগুলো সম্পন্ন এবং সাতক্ষীরা পৌরসভাকে সিটি কর্পারেশনে রুপান্তরিত করবো। একই সাথে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদকের বিরুদ্ধে তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করার আশা ব্যক্ত করেন তিনি। এমপি রবি বলেন, সাধারণ মানুষ বিগত দশ বছরের উন্নয়ন সম্পর্কে অবগত আছেন, আগামী দিনেও উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে তারা আমাকে ঈগল প্রতিকে ভোট দিবেন।