নিজস্ব প্রতিবেদক: ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) সাতক্ষীরা জেলা শাখার কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২৬ ডিসেম্বর সোমবার বিকালে পলাশপোল এলাকায় ফিতা কেটে দলীয় কার্যালয়ের শুভ উদ্বোধন করেন ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি)’র কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক এস এম আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টি ( এনপিপি) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল হামিদ রানা, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক দেব্রত অধিকারী, কোষাধ্যক্ষ মোঃ আলাউদ্দিন, দপ্তর সম্পাদক প্রকাশ সরকার, মহিলা বিষয়ক সম্পাদক রিনি সুলতানা, এনপিপির দেবহাটা উপজেলার সভাপতি শেখ আহসান আল মামুন বাবলু ও সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম ছোট, কালিগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা ন্যাশনাল পিপলস্ যুব পার্টির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।