রুবেল হোসেন: এনজিত ফাউন্ডেশন দিবস ২০২২ উপলক্ষে সাতক্ষীরায় র্যালী, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) এনজিও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ৯ টায় সাতক্ষীরা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। অতিরিক্ত জেলা প্রশাসক কাজি আরিফুর রহমান বেলুন উড়িয়ে র্যলীর উদ্বোধন করেন। র্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনজিও ফাউন্ডেশনের ২১ টি সহযোগী সংস্থার যৌথ আয়োজনে ও আরা সংস্থার নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদের প্রেজেন্টেশনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান । বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য এড.শাহনওয়াজ পারভীন মিলি, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ্বাস, প্রগতির প্রধান নির্বাহী অধ্যক্ষ আশেক-ই-এলাহী, নকশিকাথার পরিচালক চন্দ্রিকা ব্যানার্জী, সুশীলনের মনিরুজ্জামান সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি বৃন্দ।
এনজিও নেতৃবৃন্দ সাতক্ষীরার দারিদ্র বিমোচন, এসডিজি ও এমডিজি অর্জনে এনজিও ফাউন্ডেশনের সহযোগীতা, সামাজিক সুরক্ষা কর্মসূচী, জলবায়ু পরিবর্তন জনিত ঝুকি মোকাবেলায় সাতক্ষীরায় এনজিও ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন।