
আব্দুল হাকিম, শ্যামনগর থেকে: সাতক্ষীরার শ্যামনগরে অনার্সের ৩য় বর্ষের ছাত্রী সুস্মিতা মন্ডল (১৯) নিখোঁজ হওয়ার এক বছরেও খোজ মেলেনি তার। সে শ্যামনগর আতরজান মহিলা মহাবিদ্যালয়ের মেধাবি ছাত্রী ও আবাদচন্ডিপুর গ্রামের বিজয় মন্ডলের মেয়ে। প্রশাসনের দারস্থ হয়েও অদ্যবধি খোঁজ না পাওয়ায় হতাশায় ভুগছে পরিবারের লোকজন।
গত ২৫ ডিসেম্বর ২০১৯ বাড়ি থেকে কলেজে যাওয়ার পথে নিখোঁজ হয় সুস্মিতা। এ ঘটনায় তার ভাই সুমন মন্ডল শ্যামনগর থানায় ১১১৬ নং একটি সাধারণ ডায়েরী করে।
পিতা বিজয় মন্ডল জানান, গত ২৫ ডিসেম্বর কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেবে বাহির হয়ে আর ফিরে আসেনি সুস্মিতা। আতœীয় স্বজন সহ বহু জায়গায় খোজ নিয়ে কোন সন্ধান পাওয়া যায় নি। মেয়ের খোঁজ পেতে প্রশাসনের কাছে দাবী জানিয়েছে হতাশা গ্রস্থ পরিবারের লোকজন সহ স্থানীয়রা।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, পরিবারের পক্ষ থেকে সন্ধান দিলে পুলিশ উদ্ধারের ব্যবস্থা নিবে। তবে, পুলিশের তৎপরতা অব্যহত আছে বলে ওসি জানান।