তালা অফিস থেকে নজরুল ইসলাম: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের সাধক ও দরবেশ মোতাহার আলী সাইজী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার সময় তিনি বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম মোতাহার আলী সাইজী ছিলেন খ্যাতনামা সাধক ফাজেল ফকিরের পুত্র। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যা রেখে গেছেন। তার প্রথম কন্যা একজন কলেজের প্রভাষক এবং দ্বিতীয় কন্যা মাগুরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসমা আক্তার মিতা।
বুধবার বাদ আসর কিসমত ইলিশপুর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহকারী অধ্যাপক মো. রেজাউল ইসলাম, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, মরহুমের জামাতা খাদ্য গুদাম কর্মকর্তা ইব্রাহিম খান লেলিন, আলহাজ¦ মো. হুমায়ুন কবিরসহ এলাকার সর্বস্তরের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মরহুমের অসংখ্য ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন।
জানাজায় ইমামতি করেন কিসমত ইলিশপুর বাইতুল নূর কুবা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল লতিফ সাহেব। জানাজা শেষে মরহুমের দাফন সম্পন্ন হয়।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী শুক্রবার বাদ জুমা মরহুমের নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।