নিজস্ব প্রতিবেদক:
একাধিক নাশকতা মামলার আসামির ভাই সিদ্দিকুলকে সমর্থন করায় দ্বিতীয় বারের মত হামলার শিকার হলেন আওয়ামী লীগ নেতা এস এম শওকত হোসেন। রবিবার সন্ধায় সাতক্ষীরা সদর উপজেলার হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
গ্রামবাসি ও একাধিক আওয়ামী লীগের নেতা কর্মীরা জানান, হাজিপুর গ্রামের রবিউল ইসলাম পুলিশের উপর হামলা চালায়। তার বিরুদ্ধে একাধিক নাশকতা মামলা রয়েছে। তার আর এক ভাই মনিরুল ইসলাম শিবির কর্মী। তার ভাই সিদ্দিকুলকে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ঘোষনা করেন এস এম শওকত হোসেন। অপর প্রার্থী ছিলেন মনিরুল ইসলাম মনি। দুই জন প্রার্থী হওয়ায় ভোটাভুটির সিদ্ধান্ত হয়। এক পর্যায়ে হঠাৎ করে ব্যালট পেপার বের করে এস এম শওকত হোসেন। আগে থেকে দুই জনের নাম দিয়ে কি ভাবে ব্যালট পেপার করলো তিনি এ নিয়ে প্রশ্ন দেখা দেয় ক্ষুদ্ধ হয়ে উঠে আওয়ামী লীগের কর্মীরা। এক পর্যায়ে হামলার মুখে পড়ে এস এম শওকত হোসেন। এর আগে এস এম শওকত হোসেন পাথরঘাটায় হামলার শিকার হয়েছিলেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমিটির সভাপতি শেখ আব্দুল খালেক জানান, ‘পরিকল্পিত ভাবে অবৈধ পকেট কমিটি দিতে চাচ্ছিলো এস এম শওকত ও তার সহযোগী। এ ঘটনায় আওয়ামীলীগ কর্মীরা ক্ষুদ্ধ হয়ে তার ওপর হামলা করে।’
এ ঘটনা নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক আছাদুজ্জামান বাবু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী, সাংগঠনিক গনেশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম প্রমুখ।