স্পোর্টস ডেস্ক :
ভুটানের বিপক্ষে দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন আনা হয়েছে।
ফরোয়ার্ড রাকিব হোসেন চোটের কারণে ছিটকে পড়ায় একাদশে তার জায়গা নিয়েছেন শাহরিয়ার ইমন। আর ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইসা ফয়সাল। নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া একাদশে জায়গা পাননি।
ভুটানের রাজধানী থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সন্ধ্যা ৬টায় শুরু হয়েছে প্রীতি ম্যাচ।
প্রসঙ্গত, দুই দলের মধ্যকার প্রথম প্রীতি ম্যাচে স্বাগতিক ভুটানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ।
মিতুল মারমা (গোলরক্ষক), ইসা ফয়সাল, সাদ উদ্দিন, তপু বর্মণ, শাকিল হোসেন, সোহেল রানা (অধিনায়ক), মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, শেখ মোরসালিন