সাতনদী ডেস্ক: একদিনে সাতক্ষীরা সদর হাসপাতালে ১৪টি অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (৫ জুলাই) সাতক্ষীরা সদর হাসপাতালে ৭টি অর্থপেডিকস ও ৭টি সিজার সফলভাবে সম্পন্ন হয়। অপারেশন করেন ডা. হাফিজুল্লাহ, ডা. ইসমাইল হোসেন, ডা. ফারজানা রসিদ। হাসপাতাল সূত্র জানায়, বুধবার সাতজন গর্ভবতী মায়ের সিজার করা হয়। তারা হলেন-সেলিনা খাতুন (৩০), ফারজানা আক্তার (২৪), তাসলিমা খাতুন (২৭), শ্রাবন্তী (২৮), তাছলিমা খাতুন (২০), স্বপ্না (১৯) এবং তানিয়া (২৬)। এর আগে মঙ্গলবার তিনজন মায়ের সিজার করা হয়। তারা হলেন-সোনিয়া (২৬), মনিকা (২৬) ও মনিরা (৩০)। দুদিনে মোট ১০জন মায়ের সিজার করা হয়। এদের মধ্যে তাসলিমা, শ্রাবন্তী, তাছলিমা, সোনিয়া ও মনিরা (৫জন) মেয়ে সন্তান এবং সেলিনা, ফারজানা, স্বপ্না, তানিয়া ও মনিকা (৫জন) ছেলে সন্তানের মা হয়েছেন। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. সবিজুর রহমান বলেন, একদিনে একটি মফ:স্বল শহরের কোন হাসপাতালে ১৪টি সফল অপারেশন বিরল ঘটনা। বিশেষ করে একই অপারেশন থিয়েটারে একসাথে সাতটি সিজারের মাধ্যমে সাতটি শিশুর ভূমিষ্ঠ হওয়ার দৃষ্টান্ত বিরল। তিনি আরও বলেন, বর্তমানে অপারেশনকৃত মা ও শিশুসহ সকলেই সুস্থ আছেন।
একদিনে একই অপারেশন থিয়েটারে সাত শিশু ভূমিষ্ঠ
পূর্ববর্তী পোস্ট