নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার একদফা এক দাবিতে সাতক্ষীরায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে শহরের আমতলা মোড় থেকে পদযাত্রাটি শুরু হয়ে তালতলা এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলিম, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির আহবায়ক শের আলী, সদর উপজেলা বিএনপির আহবায়ক এড. নূরুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সোলায়মান হোসেন, আশাশুনি উপজেলা বিএনপির আহবায়ক মশিউল হুদা তুহিন প্রমুখ। সমাবেশে নেতারা বলেন, এদেশের মানুষ শেখ হাসিনা সরকারকে আর দেখতে চায় না। শেখ হাসিনা সরকার ভোট চোরের সরকার। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে।
একদফা এক দাবিতে জেলা বিএনপির পদযাত্রা
পূর্ববর্তী পোস্ট