নজরুল ইসলাম, শ্যামনগর থেকে: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর বনশ্রী শিক্ষা নিকেতন মাঠে অনির্বাণ ক্লাবের আয়োজনে এইচ পি এল ক্রিকেট টুর্নামেন্টে কঠিন সমীকরণে সুন্দরবন প্রেসক্লাবের কষ্টার্জিত জয় পেয়েছে সুন্দরবন প্রেসক্লাব।
সোমবার (২৬শে ডিসেম্বর) দুপুর ২টায় ৯ম দিনের খেলা অনুষ্ঠিত হয়।খেলায় মুন্সীগঞ্জ ওরিয়ার্স টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।১৬ ওভার ১বলে সব কয়টি উইকেট হারিয়ে মুন্সীগঞ্জ ওরিয়ার্স ১২৩রান করে।
জবাবে ১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ বলে ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সুন্দরবন প্রেসক্লাব। খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ হয় সুন্দরবন প্রেসক্লাবের প্লেয়ার প্রবীর কর্মকার সোনা।
ধারাভাষ্যে ছিলেন, রোকনউজ্জামান ও মাহবুব হোসেন। আম্পায়ারের দ্বায়িত্ত্বে ছিলেন নুরহোসেন ও রাসেল।
আগামীকাল ট্রফি ফাইটার্স বনাম হরিনগর কিংসের মধ্যকার খেলা অনুষ্ঠিত হবে দুপুর ২টায়।
পূর্ববর্তী পোস্ট