নিজস্ব প্রতিবেদক: ‘২৩ ব্যাচকে কেন অবহেলা? দাবি একটাই ৫০ নাম্বারে পরীক্ষা চাই’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় এইচএসসি ২০২৩ ব্যাচের পরীক্ষার তারিখ পেছানো এবং ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এইচএসসি ২০২৩ ব্যাচের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আগামী ১৭ আগষ্ট থেকে শুরু হওয়া পরীক্ষার তারিখ পেছাতে হবে এবং ১০০ নাম্বারের পরিবর্তে ৫০ নাম্বারে পরীক্ষা নিতে হবে। এছাড়া ঢাকার শাহবাগ থেকে আটককৃত শিক্ষার্থীদের দ্রুত ছেড়ে দিতে হবে। তা না হলে তারা রাজপথ থেকে বাড়ি ফিরবে না বলে জানায়। এসময় বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের এইচএসসি ২৩ ব্যাচের শিক্ষার্থী সাইদুল হক নোমান, শাহরিয়ার হাসান, শেখ রিয়াজ, শেখ রাজিব আহমেদ, সাতক্ষীরা ডে নাইট কলেজের শিক্ষার্থী শামিম রেজা, ইবতি জামিল, মাহি রহমান প্রমুখ।