
ঈমান আলী:
সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামে দামী উপহার দেওয়ার লোভ দেখিয়ে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে দুজন ব্যাক্তিকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। সোমবার (১৬ নভেম্বর)রাত ৮ টার সময় বাঁকাল স্কুলের সামনের মিনি মার্কেট থেকে তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী।
জানা যায়, মাস দুয়েক আগে এ দু’জন ব্যাক্তি বাঁকাল এলাকাসহ তাদের আশে পাশের এলাকাগুলোতে ১০০ টাকা মূল্যে বাগআছড়া যশোরের এমএফ ইলেকট্রনিক এন্ড শো- রুমের নামে বিভিন্ন পণ্যর উপর ডিসকাউন্ট স্ক্র্যাস কার্ড বিক্রয় করে আসছিল। বিক্রয় পূর্বে সাধারন মানুষকে তারা আশ্বস্ত করে স্ক্র্যার্স কার্ড ঘষলে কার্ড স্ক্রিনে দেওয়া যে কোন ৩টি করে পণ্য পাবে।
এসকল পণ্য তারা পরবর্তীতে মাত্র ৬৬০০ টাকার বিনিময়ে এম এফ ইলেকট্রনিক এন্ড শো-রুম থেকে ক্রয় করতে পারবে, পাশাপাশি একই সাথে যারা ৫টি কার্ড ক্রয় করবে, তাদেরকে একই মূল্যে একটি করে ফ্রিজ প্রদান করা হবে। ডিসকাউন্ট অফার ভেবে সাধারন মানুষ তাদের বিশ্বাস করে এবং এ স্ক্র্যাস কার্ড ক্রয় করতে থাকে।
এভাবে তারা সাধারন মানুষকে ঠকিয়ে শত শত কার্ড বিক্রয় করে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরবর্তীতে অন্য এলকায় এই একই প্রতারণার কার্ড বিক্রয় করার সময় হাতে নাতে ধরে পুলিশে সোর্পদ করে এলাকাবাসী। উক্ত ঘটনার বিষয়ে ইটিগাছা ফাড়ির এ এস আই তারেকের কাছে জানতে চাইলে, তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।