
আহাদুর রহমান:
করোনা শনাক্তের জন্য নমুনা দিতে গিয়ে ভোগান্তিতে পরছেন উপসর্গ যুক্ত রোগীরা। রোদ, বর্ষায় লম্বা লাইনে দাড়িয়ে থেকে নমুনা দেন আগতরা। অসুস্থ্য এ মানুষগুলোর বসার জন্য কোন ব্যবস্থাও করা হয়নি।
সর্দি, জ্বর, শ্বাসকষ্ট ইত্যাদি উপসর্গ দেখা দিলেই করোনা পরীক্ষা করতে পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞ ডাক্তাররা। তদনুযায়ী উপসর্গযুক্ত রোগীরা নমুনা পরীক্ষার জন্য উপস্থিত হন সাতক্ষীরা সদর হাসপাতালে। কিন্তু অসুস্থ্য শরীর নিয়ে লম্বা সময় লম্বা লাইনে অপেক্ষা করতে হয় করোনার উপসর্গ যুক্ত রোগীদের।
নমুনা দিতে আসা রোগীদের সাথে কথা বলে জানা যায়, নমুনা নেওয়ার জন্য যে রুমটি বরাদ্দ তাতে একজন করে রোগীর নমুনা নেওয়া হয়। বাকিরা দাড়িয়ে থাকে রুমের বাইরে লম্বা লাইনে। রোদে পুড়ে ও বৃষ্টিতে ভিজে, কাঁদায় দাড়িয়ে অসুস্থ্য এ মানুষগুলো নমুনা দিতে গিয়ে আরও বেশি অসুস্থ্য হয়ে পড়ে। এ নিয়ে মাথাব্যাথা নেই কর্তৃপক্ষের।
এ বিষয়ে সিভিল সার্জন সাতক্ষীরা হুসেইন শাফায়তের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।