নিজস্ব প্রতিবেদক :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এর সাথে সাতক্ষীরা জেলার রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন সাতক্ষীরার আয়োজনে শুক্রবার রাত ১০টায় সাতক্ষীরার সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। জেলা বিএনপির পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সমন্বয়ক ও যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর বিএনপির সদস্য সচিব ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি। বাংলাদেশ জামায়াত ইসলামী সাতক্ষীরা জেলা শাখার পক্ষ থেকে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের নায়েবে আমির শেখ নুরুল হুদা এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওঃ আজিজুর রহমান।
উপস্থিত ছিলেন, শহর আমির জাহির রহমান, শহর সেক্রেটারি খোরশেদ আলম, ইসলামী ছাত্রশিবির এর জেলা সভাপতি ইমামুল হাসান, শহর জামাতের সহকারী সেক্রেটারি হাবিবুর রহমান, মাস্টার শফিকুর রহমান, পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ শের আলী, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলি হাসান খান হাবলু, সাতক্ষীরা সদর উপজেলা কৃষক দলের আহবায়ক আনারুল ইসলামসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দুঃশাসন ও বৈষম্যের ১৫ বছরের চিত্র তুলে ধরেন এবং সাতক্ষীরার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য দৃষ্টি আকর্ষণ করেন। উপদেষ্টা মহোদয় মনোযোগ সহকারে সকল সমস্যার কথা শোনেন এবং তার সরকারের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সমাধান করার আশ্বাস প্রদান করেন।