প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১১, ২০২৫, ৩:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ
আদীবাসিদের জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান
২৪ শে নভেম্বর, রবিবার-২০২৪ ইং, রোজ: রবিবার সকাল ১০ ঘটিকায় শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের মুণ্ডা আদিবাসী পাড়ায় রেডিও নলতার বাস্তবায়নে প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্রি কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্প এবং ফ্রি প্রেস আনলিমিটেড, আর্টিকেল নাইনটিন ও ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তা ও গণমাধ্যম বিষয়ক সমষ্ঠি ফাউণ্ডেশনের কারীগরি সহায়তায় স্থানীয় পিছিয়েপড়া মুণ্ডা আদীবাসিদের প্রধান ০৭ টি সমস্যা নির্বাচিত করে তার মধ্যে থেকে ধারাবাহিক ভাবে তাদের জীবন মান উন্নয়ন এর উপর এক সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংলাপ অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের বিষয় ছিল পিছিয়েপড়া মুণ্ডা জনগোষ্টির সামাজিক নিরাপত্তা।সংলাপ অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন,পথিক কুমার মণ্ডল,ফিল্ড সুপারভাইজার,উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়,শ্যামনগর।আসমা খাতুন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য।অসিত কুমার মুণ্ডা,গৌত্র প্রধান,শ্যামনগর আদিবাসী জনগোষ্ঠি।উক্ত সংলাপ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পিছিয়েপড়া আদীবাসি মুণ্ডা জনগোষ্ঠির সাধারণ মানুষ।এসময় আরও উপস্থিত ছিলেন প্রোমোটিং দ্যা ভয়েস অব প্লেইন ল্যাণ্ড এথনিক মাইনোরিটিজ ইন সিভিক স্পেস থ্্রু কমিউনিটি মিডিয়া শীর্ষক প্রকল্পের ১০ জন ইয়ুথ লিডার যারা এই প্রকল্পের ইয়ুথ লিডার হিসাবে ইতোপূর্বে আদিবাসীদের পিছিয়ে পড়ার বিষয়ে বিষয় ভিত্তিক প্রশিক্ষন গ্রহণ করেছেন। উক্ত সংলাপ অনুষ্ঠানে আলোচক বৃন্দ যার যার দপ্তর থেকে পিছিয়েপড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে তাদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির কার্যক্রম জোরদারকরণ ও সমস্যা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।উক্ত সংলাপ অনুষ্ঠানে আদীবাসি পিছিয়েপড়া জনগোষ্ঠির মানুষ তারা আমন্ত্রিত অতিথীদের কাছে সরাসরি প্রশ্ন করে তাদের সমস্যার কথা তুলে ধরেন। এ সময় অতিথীবৃন্দ তাদের জীবন মান উন্নয়নে কাজ করে যাবেন এবং সরকারি বিভিন্ন উপকরন ও সেবাসমুহ যাহাতে সাধারণ মানুষ পেতে পারে সে বিষয়ে নানা প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। উক্ত সংলাপ অনুষ্ঠানটি পরিচালনা করেন,রেডিও নলতার সহকারি স্টেশন ম্যানেজার মো: মামুন হোসেন ও সিনিয়র অনুষ্ঠান প্রযোজক প্রতিমা রানী।এসময় আরও উপস্থিত ছিলেন,রেডিও নলতার টেকনিক্যাল অফিসার সাব্বির হোসাইন।হিসাব রক্ষক কাম মার্কেটিং অফিসার আক্তারুজ্জামান মিলন। অনুষ্ঠান উপস্থাপক আব্দুস সালাম ও ইয়াসিন ইমতিয়াজ। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথীরা দাতা সংস্থা এবং রেডিও নলতাকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরনের সংলাপ অনুষ্ঠানের আয়োজনের পরামর্শ দেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।
Copyright © 2025 দৈনিক সাতনদী. All rights reserved.