নিজস্ব প্রতিবেদক: উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে, এ জন্য বৃক্ষরোপনের কোন বিকল্প নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন আহবানে সাড়া দিয়ে সাতক্ষীরায় সবুজ বিপ্লব গড়ে তুলতে কাজ শুরু করেছেন জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক হাসিমুখ ও সেঞ্চুরী একাডেমি সাতক্ষীরার প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহমেদ স্বপন। তিনি গত ৩ মাস ধরে সাতক্ষীরায় স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলোয়াড়, সেলুন মালিক-কর্মচারী ও মসজিদ ভিত্তিক মুসুল্লিদের মধ্যে বিনা মূল্যে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা বিতরণ করে আসছেন। ইতিমধ্যে প্রায় ৮০ হাজার মানুষের মাঝে গাছের চারা বিতরণ করে এলাকায় সাড়া ফেলেছেন। সাতক্ষীরায় সবুজ বিপ্লব ঘটাতে চান ৮০ দশকের তুখড় এই ছাত্র নেতা শেখ এজাজ আহম্মেদ স্বপন। তিনি ইতিমধ্যে বঙ্গবন্ধু তনায়া শেখ হাসিনার জন্মদিনে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি কমপ্লেক্্ের ও টুঙ্গিপাড়ার ৪টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও বৃক্ষ রোপন কর্মসূচী পালন করেছেন। শেখ রাসেলের জন্মদিন দিবস পালন উপলক্ষে মঙ্গলবার (২৪ অক্টোবর) আশাশুনি উপজেলার প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসার তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন প্রজাতির আম গাছের চারা বিতরণ করেন। হাসিমুখ সেঞ্চুরী একাডেমির সাতক্ষীরার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি’র প্রতিষ্ঠাতা শেখ এজাজ আহম্মেদ স্বপনের উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করেন প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু দাউদ ঢালি, প্রতাপনগর আল-আমিন মহিলা আলিম মাদরাসার সভাপতি মো. কামরুজ্জামান, প্রধান শিক্ষক মুহাম্মদ মাসুম বিল্লাহ, সহকারি শিক্ষক, আব্দুল মান্নান প্রমূখ। সবুজ বেষ্টনি গড়ার লক্ষ্যে বিনামূল্যে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ কর্মসূচী হাতে নেওয়া মাদ্রাসার পক্ষ থেকে শেখ এজাজ আহম্মেদ স্বপনকে ক্রেস্ট প্রদান করা হয়। জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মে স্বপন বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশ রত্ন শেখ হাসিনার নির্দেশে উপকূলীয় অঞ্চলে সবুজ বেষ্টনী গড়ে তুলার আহবান থেকে উদ্বুদ্ধ হয়ে বৃক্ষ রোপন কর্মসূচী হাতে নিয়েছি। উপকূলীয় জেলা সাতক্ষীরায় সবুজ বিপ্লব গড়ে তোলা আমার মূল লক্ষ্য। এতে একদিকে যেমন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি হ্রাস পাবে তেমনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীরা উদ্বুদ্ধ হবেন। তিনি আরও জানান, এবছর জুলায়ের মাঝামাঝি সময় থেকে গাছ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছেন। গত তিন মাসে বিনামূল্যে প্রায় ৮০ হাজার মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। চলবে আগামি আরও ১৫ দিন। সেখানে আরও ২০ থেকে ২৫ হাজার গাছের চারা বিতরণ করা হবে।