নিজস্ব প্রতিবেদক, আশাশুনি: উনয়নে নয়, জোয়ারের পানিতে ভাসছে আশাশুনি উপজেলা সদর। আশাশুনির মরিচ্চাপ নদীর প্রবল জোয়ারের পানি বাজারে প্রবেশ করে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, থানা জামে মসজিদ, আশাশুনি থানা চত্বর ও আশাশুনি সদর বাজার জোয়ারের পানিতে টইটুম্বুর হয়ে থাকতে দেখা গেছে। এ যেন উনয়নের জোয়ারে ভাসছে আশাশুনি উপজেলা সদর। আশাশুনি সদরের পার্শ্ববর্তী মরিচ্চাপ নদীর জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় কয়েকটি পয়েন্ট দিয়ে প্রবল বেগে পানি বাজারের ভিতরে ঢুকতে থাকে। এতে করে আশাশুনির বাজারের সকল শ্রেণীর ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া আশাশুনি থানার সরকারি পুকুরটি নদীর লবণাক্ত পানিতে তলিয়ে যায়। ফলে একদিকে মিষ্টি পানির মাছ গুলো মরে যাওয়ার আশংকা অন্যদিকে মসজিদের মুসল্লিসহ থানা পুলিশ পুুুুকুরের পানি ব্যবহার থেকে বঞ্চিত হবে। এ ব্যাপারে আশাশুনির সদর বাজারের একাধিক দোকানী সাতনদীকে বলেন, আমদের এ ভোগান্তির যেন শেষ নেই। উপজেলা সদরে প্রশাসনের সামনেই প্রতিনিয়ত এধরনের প্লাবিত হওয়ার ঘটনা ঘটলেও বিষয়টি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করেন না কেউই। এছাড়া আশাশুনি থানা পুলিশের একাধিক কর্মকর্তা দুঃখ প্রকাশ করে বলেন, সারারাত ডিউটি শেষে সকালে গোসল করার মত আর কোন উপায় থাকল না আমাদের। জোয়ারের পানি বাজারে প্রবেশ করাকালীন কিছুু সময়ের জন্য যেন স্থগিত হয়ে যায় আশাশুনি সদর বাজার এর সকল কার্যক্রম। নদীর জোয়ার শেষে পানি নেমে গেলেও বাজারের মধ্যে জোয়ারের পানিতে নাকানিচুবানি খেতে হয় সাধারণ পথচারীদের। আশাশুনি উপজেলা সদর ও বাজারের ভোগান্তির হাত থেকে রক্ষা পেতে অতিদ্রুত একটি বাজার রক্ষা বাঁধ দিতে পানি উনয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন বাজারের সকল ব্যবসায়ী ও স্থানীয় সচেতন মহল।