
কামরুল হাসান, কলারোয়াঃ ২০১৯-২০২০ অর্থবছরের উন্নয়ন বাজেট ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা, দক্ষতা ও কর্মতৎপরতা ভিত্তির মূল্যায়নে সাতক্ষীরা জেলার মধ্যে যৌথভাবে প্রথম হয়েছেন কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে ও ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম। গত ২১ অক্টোবর স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ইউপি-২, শাখার উপ-সচিব মোহাম্মাদ তানভীর আজম সিদ্দিকী এক স্মারক বার্তায় এ তথ্য প্রকাশ করেছেন। ওই বার্তায় জানা যায়, এ জেলায় প্রথম হয়েছেন-কলারোয়া উপজেলার দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে ও ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, দ্বিতীয় হয়েছেন-শ্যামনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, যৌথভাবে তৃতীয় হয়েছেন সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম ও চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি। উল্লেখ্য-প্রথম স্থান অর্জন করায় ওই ইউনিয়ন পরিষদের অনুকূলে ৪০.০০০/=, দ্বিতীয় স্থানের জন্য ৩৫.০০০/= ও তৃতীয় স্থান অধিকারী পরিষদের অনুকূলে ২৮.৫০০/= টাকা প্রদান করা হবে।