নড়াইল সংবাদদাতা:
নড়াইলে কালিয়ার উদীচীর অনুষ্ঠান স্থলে পেট্রোল বোমা হামলার ৫ দিন পরেও কোন মামলা হয়নি। ঘটনা তদন্তে আতিঃপুলিশ সুপার মো.রিয়াজ হাসানের নেতৃত্বে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। ঘটনায় সাথে জড়িত কাউকে কেউ এখনো আটক হয়নি ।
এদিকে ঘটনার প্রতিবাদে বুধবার(২২মার্চ) বিকালে উদীচী বড়দিয়া বাজারে একটি মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিক্ষোভ মিছিল টি বড়দিয়া বাজার প্রদক্ষিণ করে চৌরাস্তায় শেষ হয়।সেখানে বক্তব্য দেন জেলা উদীচী উপদেষ্টা বি এম বরকতউল্লাহ,উদীচী বড়দিয়া শাখার সভাপতি দিলরুবা ইয়াসমিন,বড়দিয়া শাখার সাধারন সম্পাদক প্রবীর রায়,সাবেক সাধারন সম্পাদক বিধান চন্দ্র দাস। বক্তারা হামলাকারীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
গত ১৮মার্চ উদীচী শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্থানীয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী উৎসবের আয়োজন করে। ঐদিন সন্ধ্যা সাতটার দিকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের বাইরে থেকে মঞ্চের পেছনের দিকে তরল পদার্থভর্তি একটি কাচের বোতল ছুড়ে মারা হয়। বোতলটি থেকে কোন আওয়াজ বের না হলেও ফাঁকা জায়গায় পড়ে আগুন ধরে যায়। রাত সাড়ে নয়টার দিকে একই দিক থেকে আবার মঞ্চের সামনে আরেকটি বোতল ছুড়ে মারা হয়। বোতলটি মঞ্চের সামনে পড়ে,তবে বিস্ফোরিত হয়নি। গভীর রাতে মঞ্চে আরেকটি বোতল নিক্ষেপ করা হলে সেটি বিস্ফোরিত হয়ে মঞ্চের কিছু অংশ পুড়ে যায়। ঘটনায় কেউ হতাহত হয়নি।
তদন্ত কমিটি প্রধান অতিঃপুলিশ সুপার মো.রিয়াজ হাসান বলেন,তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছে,সাক্ষ্যনেয়া হয়েছে, এখনও ঘটনা বিশ্লেষন করা হয়নি। এছাড়া নড়াগাতির থানার ওসির নিয়মিত কাজ তথ্য বের করা সেটি চলছে। ঘটনার সাথে কারা জড়িত সেরকম কোন পর্যায়ে সে(ওসিনড়াগাতি) যেতে পারেনি।