স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর কাটিয়ায় সাংবাদিক ও শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিসের বাড়ি থেকে দুটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ নভেম্বর) থানায় সাধারণ ডায়েরী (জিডি নং ১০৬৭, তারিখ: ১৭ নভেম্বর ২০২৫) সূত্রে জানা যায়, রোববার (১৬ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে তার বাসার সামনে নিজস্ব কালো হিরো স্পিলিন্ডার (যার রেজিস্ট্রেশন নং- সাতক্ষীরা হ ১৮-৩২৬৪ ও ভাড়াটিয়া মোঃ আব্দুস ছামাদের লাল হিরো স্পিলিন্ডার মোটরসাইকেল (যার রেজিস্ট্রেশন নং- সাতক্ষীরা হ ১৫-৬৮৫৩ পার্ক করেছিলেন। পরবর্তীতে ১৭ নভেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে বাসার বাইরে এসে দেখেন, উভয় মোটরসাইকেলই চুরি হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজির পরও মোটরসাইকেল দুটি পাওয়া যায়নি। সাতক্ষীরা সদর থানা বিষয়টি সাধারণ ডায়েরীতে অন্তর্ভুক্ত করেছে। বিষয়টি নিয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি।